You are currently viewing অক্সিজেন সিলিন্ডার ব্যাবহার করার নিয়ম

অক্সিজেন সিলিন্ডার ব্যাবহার করার নিয়ম

কিভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করবেন

আমরা প্রদান করব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যেসব পণ্য তৈরি করা হয় আইএসও সার্টিফিকেট এবং সরকার অনুমোদিত যেসব ওরজিনিয়াল পণ্য আছে সেগুলো আমরা আপনাকে সরবরাহ করবে .

কিভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করবেন

আমরা আপনাকে দিব

১। ন্যায্য মূল্যের ওরজিনিয়াল পণ্য সাপ্লাই

২। অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি প্রদান

৩। বিশ্ব বিখ্যাত নানান ব্র্যান্ডের পণ্য

৪। দুই থেকে তিন ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি 

৫। বাসায় দক্ষ স্পেশালিস্ট দ্বারা সেট আপ এবং আপনাকে শিখিয়ে দিবে আপনি কিভাবে সঠিকভাবে  ব্যবহার করবেন।

৬। বিক্রির পরবর্তী সময় 24 ঘন্টার সার্ভিস প্রদান।

অক্সিজেন সিলিন্ডার যেটি হয় একটি নির্দিষ্ট সময় পর অক্সিজেন গ্যাস শেষ হয়ে যায় ঠিক তখনি দ্রুত রিফিল এর প্রয়োজন হয়। আর আপনি আমাদের হট লাইন নাম্বার কল করে নিশ্চিত করাই আমাদের ডেলিভারি ম্যান খুব দ্রুত অক্সিজেন নিয়ে পৌঁছে যাবে আপনার বাসায় এর মাধ্যমে নিশ্চিত হবে আপনার নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ।

এখন আপনি কিভাবে নিশ্চিত হবেন এটি একটি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ?

সিলিন্ডারের গায়ে O2 বা অন্যকোন অক্সিজেনের সিম্বল দেয়া আছে কিনা?

যদি থাকে তবে বুঝে নিবেন এটি একটি ওরজিনিয়াল মেডিকেল অক্সিজেন সিলিন্ডার।

আপনার  সিলিন্ডারের গায়ে একটি আইএসও স্টান্ডার নাম্বার দেয়া থাকবে অধিকাংশ অক্সিজেন সিলিন্ডারের একটা রিফিল  এর শুরু এবং শেষ তারিখ দেয়া  থাকে। 

এবার আমরা বলবো ব্যবহার বিধি নিয়ে

প্রথমত অক্সিজেন সিলিন্ডারের ফ্লো মিটার আনবক্স করে নিব যেখানে আপনি পাবেন একটি অক্সিজেন নজেল ক্যানুলা একটি অক্সিজেন মাক্স একটি হিউমিডিফায়ার বোতল এবং একটি মিটার.

ফ্লো মিটার নিচের অংশের ডানদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে  হিউমিডিফায়ার বোতলটি লাগিয়ে নিন.

এবারে বোতলে পরিমাণমত বিশুদ্ধ পানি নিন. 

রোগীর প্রয়োজন অনুযায়ী অক্সিজেন মাক্স অথবা অক্সিজেন নজেল ক্যানুলা এর সাথে  হিউমিডিফায়ার বোতলটি সংযুক্ত করুন.

সিলিন্ডারের  সাথে থাকা চাবি টি বাম দিকে ঘোরানো, সাথে সাথে অক্সিজেন মাক্স ও ক্যানোলা পড়ে নিন,  মিটারের সাথে থাকা রেগুলেটর এর মাধ্যমে ডাক্তারের পরামর্শ  অনুযায়ী 1 থেকে 15 লিটার পর্যন্ত অক্সিজেন নির্ণয় করুন. 

যখন অক্সিজেন সিলিন্ডার কি ব্যবহার করবেন না তখন সিলিন্ডারের সাথে থাকা হুইল বা চাবিটি দিয়ে পরিপূর্ণ বন্ধ করে রাখুন. 

আমরা চেষ্টা করেছি যে একটি অক্সিজেন  সিলিন্ডার আপনি বাসায় বসে কিভাবে অতি সহজেই ব্যবহার করতে পারবেন যদি আরো জানতে চান তাহলে ফোন করুন আমাদের হটলাইনে নাম্বার.

ধন্যবাদ সবাইকে